Movie: Uma
  Song: Aaloshyo
  Music & Lyrics: Anupam Roy

  Aaloshyo lyrics Uma movie
  আলস্য লিরিক্স


  সেই গ্রীষ্মের সকাল গুলো তেই

  পর্দা ঠেলে সরিয়ে

  হাওয়া দিলো ভাসিয়ে

  হাওয়া দিলো ভাসিয়ে
  তখন
  আমার এ বিছানা ঘুম
  ছাড়েনি চোখের কোন
  আর হাওয়াতে লাগালো দোল
  হাওয়াতে লাগালো দোল
  তখন আবার এ মন জাগে
  কোন অচেনা সংরাগে
  তখন আবার এ মন জাগে
  কোন অচেনা সংরাগে
  যেন তুলো 
  সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি
  তুমি আঁচল পেতে রাখো না
  আমি আসছি চলে
  তুমি চোখ বুজো না , বুজো না
  আমি এলাম বলে
  এখনো সময় অনেক বাকি… ওওও
  আমার মনের এ গোপন পথে

  আজো সে বাউন্ডুলে

  চোখ রেখে কাটা ঘুড়িতে

  হঠাৎ যায় হারিয়ে
  আমার
  মনের গভীরতা কে
  অনুভূতির আঙ্গুলে
  স্পর্শ করে দেখনি
  স্পর্শ করে দেখনি
  তখন আবার এ মন জাগে
  কোন অচেনা সংরাগে
  তখন আবার এ মন জাগে
  কোন অচেনা সংরাগে
  যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
  তুমি আচল পেতে রাখো না
  আমি আসছি চলে
  তুমি চোখ বুজো না , বুজো না
  আমি এলাম বলে
  এখনো সময় অনেক বাকি… ওওওও