MOVIE: Aami Ashbo Phirey SONG: Jai Phuriye SINGER: Amlan MUSIC: Neel Dutta
যায় ফুরিয়ে কত নেশা
যায় সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা
যায় ফুরিয়ে সিগারেট
ওষুধের এক্সপাইরি ডেট
তাই ফুরিয়ে যাবে একদিন
মনের ভেতরে বিদ্বেষ
যায় ফুরিয়ে রাগ, অভিমান, বিদ্বেষ ।
ফেলে দিতে হয় পুরোনো জামা
পুরোনো কাগজ, শিশি বোতল
আপনি থেকে হয়ে যাও তুমি
তুমি বলো থেকে তুই বল
যায় ফুরিয়ে একদিন তাই চোখের জল
যায় ফুরিয়ে একদিন সবার চোখের জল
ঝেড়ে ফেলতে হয় বিছানা
ফেলে আসা স্বপ্ন ভুলতে হয়
মেঘলা দিনেও বৃষ্টি যায় ফুরিয়ে
ছাতা টা কে বন্ধ করতে হয়
তাই যায় সরে যায় মেঘের মতো
তোর এই ভয়
যায় সরে যায় মনের ভেতরের ভয় ।
যায় ফুরিয়ে কত নেশা
যায় সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা
Jai phuriye koto nesha
Jai sorey jai Kuasha
Jai phurie ekdin tai hotasha
Jai phurie ekdin sobar hotasha
Jai phurie Cigarette
Osudher expiry date
Tai phurie jabe ekdin
moner bhitore biddesh
Jai phurie rag obhiman biddesh
phele dite hoy purono jama
purono kagoj shisi bottle
Apni theke hoye Jao tumi
Tumi bolo theke tui bol
Jai furie ekdin tai chokher jol
Jai furie ekdin sobar chokher jol
Jhere felte hoy bichana
Fele asa swopno bhulte hoy
Meghla dineo bristi jai phurie
Chata ta ke bondho korte hoy
Tai jai sore jai megher moto
Tor ei bhoy
Jai sore jai moner bhitorer bhoy
Jai phuriye koto nesha
Jai sorey jai Kuasha
Jai phurie ekdin tai hotasha
Jai phurie ekdin sobar hotasha
Incoming search: Jai Phuriye lyrics, Jai Phuriye song, Aami Ashbo Phirey movie song lyrics