Poem: বিষন্নতা 

Writer: Suman (www.amarkobita4u.com)


চোখ বুজে যা স্বপ্নই আঁকি
সবেতেই বিষন্নতার ছোঁওয়া...
দুঃখরা এমনই হয়-
কখনো চিরস্থায়ী
আবার কখনো নদীর ধারে
ফুটে ওঠা পলাশ...
পাথর ছুঁড়ে জলতরঙ্গের ঢেউ
ওর চিবুক ছুঁয়ে দেয়-
এপাশে ওর কেউ নেই;
ফুলের সাথেই ওদের সখ্যতা...
গাছটার কথা কেউ ভাবে না,
না তুমি, না আমি...
শুধু শ্যাওলা গুলো আাঁকড়ে থাকে
পলাশের গায়ে...
যেদিন সে আর তোমার থাকবে না,
এই পলাশের কথা মনে রেখো...
তোমার দুঃখ
পলাশের বিষন্নতায় মিশে-
পাপড়ি হয়ে জলে ভেসে যাবে


Tags: bangla sad poem, bengali sad poem, bengali sad kobita, bangla sad kobita, bangla koster kobita, bengali poem, bengali poem in bengali font, bengali font poem
326404665953066090
326404665953066090