
Odol Bodol Lyrics by Gorki Mukherjee & Lagnajita Chakraborty
About the Song
“Odol Bodol” is a beautifully melancholic and poetic song from the Bengali movie "Pendulum". The track features the harmonious vocals of Gorki Mukherjee and Lagnajita Chakraborty, creating a hauntingly beautiful duet. The music is composed by Mainak Nag Chowdhury, with introspective lyrics penned by Soukarya Ghosal.
The song delves into themes of unspoken emotions, subtle connections, and the silent exchanges between people, suggesting that some feelings are so profound they require the sensitivity of a Helen Keller to be understood. The complete lyrics are provided below for those who wish to connect with its deep, artistic expression.
"ওদল-বদল" পেন্ডুলাম সিনেমার একটি অত্যন্ত কাব্যিক এবং মনোগ্রাহী গান। গোর্কি মুখার্জী এবং লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে গাওয়া এই গানটির সুরারোপ করেছেন মৈনাক নাগ চৌধুরী এবং এর গভীরতাপূর্ণ কথা লিখেছেন সৌকর্য ঘোষাল। গানটি অনুচ্চারিত আবেগ এবং নীরব যোগাযোগের অনবদ্য প্রকাশ।
Odol Bodol Lyrics in Bengali
🎶 ওদল-বদল | Odol Bodol Song Lyrics
ওদল-বদল দিন আর
তুলোর চারমিনার।
অথবা কাঁদছো কিনা,
আঙুল ছুঁলে বোঝা যায়।
মনের পাল্লা ঠেলে
যেটুকু শব্দ মেলে,
সেসব বোঝাতে গেলে
হেলেন কেলার হতে হয়।
হয়তো নিস্তব্ধ চিৎকার
সন্ধ্যে চেনা গন্ধে ছিটকায়।
উত্তাপ জেনে চুপ থাক শীতকাল
কালও শোনালো এ গিটার।
শর্ত হাজারো রকম
বুঝেও অযথা নকল।
আপোষ ফুরোবে কখন
হিসেব করে অপচয়।
না গাওয়ার গচ্ছিত জেদ
চোখাচোখি ইচ্ছে নিজের
ছায়ায় যেভাবে ভিজে
কথায় কথায় কথা হয়।
কিন্তু, ধর, দিন তোর কেটে যায়
চারদিক তাও রাত্তিরে ঝাঁপায়
হারতে বসে ধার দে, বেহায়ায়
তুমি বোঝোনা ইশারায়।
Odol Bodol Lyrics in English Transliteration
Incoming Search Terms:
- Odol Bodol lyrics
- Odol Bodol song from Pendulum
- Lagnajita Chakraborty new song
- ওদল-বদল দিন আর তুলোর চারমিনার লিরিক্স
- Pendulum movie songs lyrics
- Odol Bodol lyrics in Bengali