Odol bodol song lyrics from movie Pendulum. ওদল-বদল গানের লিরিক্স ।
Odol bodol song is sung by Gorki & Lagnajita. Music is composed by Mainak. This song is from the movie Pendulum.
Odol bodol song lyrics in Bengali:
ওদল-বদল দিন আর
তুলোর চারমিনার ।
অথবা কাঁদছো কিনা,
আঙুল ছুঁলে বোঝা যায় ।
মনের পাল্লা ঠেলে
যেটুকু শব্দ মেলে,
সেসব বোঝাতে গেলে
হেলেন কেলার হতে হয় ।
হয়তো নিস্তব্ধ চিৎকার
সন্ধ্যে চেনা গন্ধে ছিটকায় ।
উত্তাপ জেনে চুপ থাক শীতকাল
কালও শোনালো এ গিটার ।
শর্ত হাজারো রকম
বুঝেও অযথা নকল ।
আপোষ ফুরোবে কখন
হিসেব করে অপচয় ।
না গাওয়ার গচ্ছিত জেদ
চোখাচোখি ইচ্ছে নিজের
ছায়ায় যেভাবে ভিজে
কথায় কথায় কথা হয় ।
কিন্তু, ধর, দিন তোর কেটে যায়
চারদিক তাও রাত্তিরে ঝাঁপায়
হারতে বসে ধার দে, বেহায়ায়
তুমি বোঝোনা ইশারায় ।।
ওদল-বদল গানের লিরিক্স:
odol bodol din arr - tulor charminar
othoba kandcho kina,
angul chunley bojha jai
moner palla theley
jetuku shobdo meley
sesob bojhate geley
Helen Keller hotey hoy.
hoyto nistobdho chitkar
sandhye chena gondhey chitkai
uttap jene chup thak sheetkal
kalo shonalo ei guitar.
shorto hajaro rokom
bujheo ojotha nokol
aposh furobey kokhon
hiseb kore opochoi
na gawar gochhito jed
choka chokhi echhe nijer
chayai jebhabe bhijey
kathai kathai katha hoy
kintu, dhor, din tor ketey jaai
chardik tao raatirey jhanpai
hartey bosey dhardey behayai
tumi bojhoni eisharai...