Ekanto Byaktigoto Poem by Suman Mondal
Poem: Ekanto Byaktigoto (একান্ত ব্যক্তিগত)
Writer: Suman Mondal
This is the first poem from my diary (2013)...There are more or less 75 poems..hope that I would be able to type all poems.
Bengali Poem Ekanto Byaktigoto:
তখন নীল ধ্রুবতারা জাগেনি
ঘুমন্ত ঘড়ির পানে চেয়ে বসে
অন্ধকারের প্রতীক্ষায়
দিন পেরোনোর অগোছালোতা
সন্ধ্যার স্তব্ধতা টা কে গ্রাস করছে ।
একে একে সবাই চলে গেছে-
ঘুম ভাঙানো সাইরেন,
একে একে সবাই চলে গেছে-
ঘুম ভাঙানো সাইরেন,
নীল পাড়ের শাড়ির তুমি ।
এই সময়টা আমার
একান্ত ব্যক্তিগত..
তুমি মুখ বাড়িও না প্লিজ..
ভয় লাগে ।
এখানে আসা তোমার বারণ ।।
Tags: Bengali poem, bangla kobita, bengali poem in bengali fonts, kobita