Poem: Byas Eituku ("ব্যস এইটুকু")
  Writer: Suman (Amantak)  ভালোবাসবো বলেই বেসেছি..
  কোনোকিছু না ভেবেই বেসেছি..

  কিছু চাই না..


  তুমি যেমন আছ সেইরকম-ই থেকো..
  ব্যস এইটুকু..

  রোজ সকালে ঘুম ভাঙানোর এস.এম.এস..
  কলেজ ক্যাম্পাসের খুনসুটি..

  আর সেই রাগ দেখানো তুমি..
  ব্যস এইটুকু..


  সত্যি বলছি আর কিছু চাই না..
  অতীতের কালো মুছে আলোকিত করেছ আমার জীবন..
  সর্বত্র তোমার আলোয় দৃশ্যমান হচ্ছে িছু মুহূর্ত..
  ওই মুহূর্ত গুলো একটু একটু করে উপভোগ করছি..
  শেষ হতে দিতে চাই না..
  কোনো আবদার, কোনো commitment,
  কোনো কিছুই তুমি চাওনি..
  শুধু চেয়েছিলে আমায়..
  ব্যস এইটুকু..


  বিকেলে রাস্তায় তোমার সাথে কাটানো সময়..
  তখনো তুমি কিছু চাওনি..
  শুধুই হেসেছিলে..

  আর চেয়েছিলে আমায়, তোমার পাশে..
  ব্যস এইটুকু..

  Valentines day, love day, teddy day..

  কতোকিছুই এলো গেল..
  গিফ্ট, সে তো তুমি চাওনি..
  তবে কি দেবো তোমায়??!
  মার সবকিছুই তুমি ফিরিয়ে দিয়েছো..

  ভালোবাসার সাথে আজ আমার শেষটুকু নিয়ে নাও..

  ইতি- তোমার জন্য উড়তে শেখা ডানাহীন পাখি..
  ব্যস এইটুকু..

  Tags: bengali kobita, bengali poem in bengali fonts, bengali love poem, bangla premer kobita