Poem Boyos written by Anupam Roy


    Written by: Anupam Roy
    from "Ch
    owache Kolom" (ছোঁয়াচে কলম)

    Anupam Roy Poem Written in Bengali:


    আমার বয়স পেড়িয়ে গেছে
    তোমার জড় হওয়া চামড়া,
    সাদা চুলের নেপথ্যে ।
    এই দেহে এখনো তুমি স্নান করতে পারো,
    এই মাথায় এখনো বিমানবন্দর ।
    তোমার কথার তালিকায় ফুটনোট দেখিনি
    অথবা আমার বাক্যে ব্লেড গুলো শানানো ।
    পাক খেতে খেতে পালক তখনো মাটি ছুঁতে
    আবার পরের জন্ম,
    এই জন্মে তাই তোমার সন্তানেরা আমার হল না ।

    অনুপম রায়ের লেখা কবিতা "বয়স":


    Amar boyos periye gechey tomar joro howa chamra,
    sada chuler nepothye |
    ei dehey ekhono tumi snan kortey paro,
    ei mathai ekhono bimanbondor |
    tomar kathar talikai footnote dekheni
    othoba amar bakye blade gulo shanano |
    paak khetey khetey palok tokhono mati chuntey
    abar porer jonmo,
    ei jonme taai tomar sontanera amar holo na |