Poem: Kichuta Bhrom (কিছুটা ভ্রম)
Written By: Suman Mondal



চারিদিকে আমি চেয়ে থাকি
হঠাৎ করে উঁকি দেয় জোনাকি
হয়তো সে আজ ঘর ছাড়া
একলা থাকে, একলা জাগে

শরীর আছে, তাতে প্রাণ নেই
কোনো এক রাতে, তা উড়ে গেছে |
জোনাকির আলোয় পূর্ণিমা খুঁজি
একলা ঘরে, একলা আমি |
রাত বেড়ে যায়, গোপন ইশারায়
করুণ সুর বাজে, মেঘেদের পাড়ায়
মৌটুসী পাখিটা, ডেকে ডেকে ক্লান্ত এখন
গভীর রাতে, বইয়ের ভাঁজে, নায়ক-নায়িকার মিলন |
হাত থেকে পড়ে যাওয়া, কলমটার প্রলাপ
জলের বোতলের সাথে ঠোঁটের আলাপ |
মনে পড়ে যায়, সেই দিনটা-
যেদিন ছিল শুধুই নিঃস্তব্ধতা,
আর ছিলাম আমি আর সে |
তার প্রতিটি ছোঁয়ায় ছিল চাপা কান্নার সাথে বেদনা,
বলতে চেয়েছিল অনেক কথা,
পেল না, সুযোগ সে;
হারিয়ে গেল, ঘুমের ঘোরে, অজানা দেশে ||

~ সুমন
326404665953066090
326404665953066090