Sad love bengali poem written in Bengali. বাংলা ভালোবাসার দুঃখের কবিতা ।

    Poem: Kemon kore tumi urey jabe (কেমন করে তুমি উড়ে যাবে)
    Written by: Suman

    Bengali sad love poem in Bengali font:

    কেমন করে তুমি উড়ে যাবে?
    তোমাকে তো আমি বেঁধে রাখিনি,
    সব সময়ের জন্যই তুমি ছিলে মুক্ত ।
    তবে আজ কেন হঠাৎ,
    এলোমেলো চুল সরিয়ে,
    কাছে এসে দাঁড়ালে;
    একটা ছোট্ট আবদার নিয়ে?!

    তুমি হয়তো ঠিক
    আমি বুঝতে পারিনি তোমাকে;
    তবুও চেষ্টা করেছি নিজেকে উজাড় করে দিতে ।
    চেষ্টা করেছি,
    ভাঙা আলপিনে ফটো টাঙাতে;
    চেষ্টা করেছি,
    ছেঁড়া মানিব্যাগে তোমাকে রাখতে ।
    তবু যেন মনে হয়,
    সেগুলো ছিল সব বৃথা চেষ্টা,
    যদিও সেটা আমারই ব্যর্থতা ।
    সত্যিই অপদার্থ আমি
    কেন যে বুঝিনি তুমি ঠিক
    আর আমি ছিলাম তোমার জীবনের মস্ত বড় ভুল ।

    কোনটা নিয়ে যাবে তোমার সাথে?
    আলাপের প্রথম সেই মুহুর্ত টা?
    নাকি শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি গুলো?!
    না, আমার শরীরের সাথে লেগে থাকা স্মৃতিচিহ্ন গুলো?!
    যা এখনও পড়ন্ত বিকেলের রোদে ফ্যাকাশে হয়ে যায় নি!!

    আমি তো বলিনি তোমায় কাছে আসতে
    আমি তো বলিনি তোমায় মনে রাখতে,
    শুধু আমাকে হারিয়ে তুমি ভালো থেকো;
    কোনটা ঠিক, কোনটা ভুল
    সেটা বুঝতে শেখো ।।

    Kemon kore tumi urey jabe?
    tomake toh ami bendhe rakhini,
    sob somoyer jonnoi tumi chile mukto.
    tobey aaj keno hotat,
    elomelo chul soriye,
    kache esey daraley,
    ekta chotto abdar niye??

    tumi hoytoh thik,

    ami bujhte parini tomake,
    tobuo chesta korechi nijeke ujar kore ditey,
    chesta korechi,
    bhanga aalpiney photo tangatey;
    chesta korechi,
    chera money bag a tomai rakhtey,
    tobu jeno mone hoy,
    shey gulo chilo sob britha chesta,
    jodio seta amar barthyota;
    sotti opadarthyo ami,
    keno je bujhini tumi thik,
    ar ami chilam tomar jiboner mosto boro bhul |

    konta niye jabey tomar sathey?

    aalaper prothom shei muhorto ta?!
    na ki shukiye jawa golaper papri gulo?!
    na amar shorirer sathey legey thaka smriti chinho gulo?!
    ja ekhono poronto bikeler rodey fakashey hoye jai ni|

    ami toh bolini tomai kachey astey,

    ami toh bolini tomai mone rakhtey,
    shudhu amake hariye tumi bhalo theko,
    konta thik, konta bhul—seta bujhtey shekho |