Premikar shesh chithi bengali sad poem in bengali font

    Poem: premikar shesh chithi (প্রেমিকার শেষ চিঠি)

    Written by: Suman Mondal (সুমন)

    বাংলা দুঃখের কবিতা
    Bengali sad poem
    Bengali poem in Bengali font

    Premikar Shesh Chithi Bengali Poem:


    আমার মৃত্যু চেয়েছিল।
    আমি মরে গেলে নাকি ও বেঁচে যায়,
    সত্যি কি তাই? 

    সেই যে লোডশেডিং এর রাতে তুই ভয় পেলি
    ফোনের এপ্রান্তে আমি জেগে ছিলাম
    নিঃস্তব্ধতার অলিগলিতে আমার আগমন;
    তোর পাশেই আছি- এই আশ্বাসে 
    তোর চোখে ঘুম নামলো।
    আমার মৃত্যুতে এসব স্মৃতিরা
    ছাই হয়ে তোর জীবনেরও লেগে থাকা
    কিছু অংশকে আমার সাথেই উড়িয়ে দেবে
    নীল আকাশে। 

    যখন তুই একবার হেরে গিয়ে ভেঙে পড়লি
    নিজেকেও শেষ করে দিতে চাইলি
    তখনও তোকে আগলে রেখেছিলাম।
    আর এখন আমার মৃত্যুতে
    তোর জীবনের সব পথ মসৃণ হয়ে যাবে?!
    যখন কেউ ছিল না তোর পাশে
    আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতিস 
    আর সেই আমি চলে গেলে 
    এ পৃথিবী ছেড়ে,
    তুই খুশি হবি? 

    তুই তো কবেই এ সম্পর্ক ভেঙেছিস
    আমিও আর তোর খোঁজ রাখি না
    কিন্তু আমার মৃত্যু চেয়ে তোর লেখা  শেষ চিঠি
    সত্যিই আমাকে কাঁদালো।
    এতটা দূরে সরিয়ে দিয়েও তুই খুশি না
    আর আমিও তোর কাছে ফিরতে চাই না।
    হয়তো এককালে তোর জন্য পাগল ছিলাম;
    বেঁচে থাকার একটা কারণ ছিলিস তুই।
    তবে, শুধুমাত্র তোর জন্য এ জীবন টা শেষ করে দেবো
    এতটা  পাগল আমি না।

    তোর লেখা শেষ চিঠিটা সযত্নে রেখেছি
    স্মৃতি গুলো প্রতি অক্ষরে জীবন্ত।
    তোর কাছে আমি ভালো থেকে খারাপ হয়েছি
    কিন্তু তুই আমার কাছে আজও প্রাণবন্ত।।